সীতাকুণ্ডে গ্রাম পুলিশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এলজি) ঢাকার আয়োজনে ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (চট্টগ্রাম) মো. শরীফ উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে ৯টি ইউনিয়নের প্রশিক্ষণার্থী ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য গণের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়। উপজেলায় এ প্রশিক্ষণ শুরু হয়েছিল চলতি বছরের গত ১৩ অক্টোবর থেকে এবং ১১ নভেম্বরে শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলতাফ হোসেন ও থানার এস. আই সালেহ উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামিরুল, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম,জনস্বাস্থ্য প্রকৌশলী (সহকারী) প্রণবেশ মহাজন,উপজেলা জাইকা কর্মকর্তা পাপিয়া চাকমা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মরিয়ম আক্তার মুক্তা প্রমুখ। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের টেকনিক্যাল উপ-কমিটির সভা