সীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম নাসরিন আক্তার (২১)। গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড কেশবপুর লালবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর ১ বছর ৬ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

এদিকে নিহত গৃহবধূর মা হালিমা বেগম সাংবাদিকদের জানান, কেশবপুর একই ইউনিয়নের এসহাক মেম্বারের পুরাতন বাড়ির মো. শাহীনের ছেলে মো. মিজানের (২৫) সাথে ৩ বছর পূর্বে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতে স্বামীস্ত্রীর মধ্যে শুরু হয় মনোমালিন্য। এরপর মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে আমার মেয়ের স্বামী ফোন করে আমাকে জানায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার এসআই মো. বিল্লাল হোসেন জানান, কেশবপুরের লালবাগ এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার মতবিনিময়
পরবর্তী নিবন্ধশুভ আষাঢ়ী পূর্ণিমা আজ