বাংলাদেশ জুট মিলস্ কপোরেশনের (বিজেএমসি) কর্মকর্তা কর্মচারীদের বেতন–ভাতাসহ বিভিন্ন দাবি আদায়ে সীতাকুণ্ডে রাষ্ট্রায়ত্ত পাট শিল্প প্রতিষ্ঠানের আয়োজনে এক গেইট সভা জুট মিলের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টার দিকে সভায় নেতৃত্ব দেন উক্ত প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এসএম মঈনুল করিম।
প্রকৌশলী (যান্ত্রিক) কর্মকর্তা ঐক্য পরিষদের সভাপতি ভূপতি চাকমার সভাপতিত্বে ও কর্মচারী ঐক্য পরিষদের কাজী মো. সাহাবুদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তারা বাংলাদেশ জুট মিলস্ কপোরেশনের (বিজেএমসি) কর্মকর্তা কর্মচারীদের বেতন–ভাতা ও অবসর প্রাপ্তদের অবসরোত্তর পাওনা বাবদ অর্থ বরাদ্দ, উদ্বৃত্ত জনবল অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে আত্তীকরণ এবং ঢাকাস্থ মতিঝিল করিম চেম্বার বিজেএমসি’র নিজস্ব অফিস কাম বাণিজ্যিক ভবন নির্মাণ করার জোর দাবি জানান। মিলের সকল কর্মকর্তা–কর্মচারী গেইট সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজেএমসির চেয়ারম্যানের মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।
এদিকে গত রোববার বিজেএমসি’র চট্টগ্রাম অঞ্চলাধীন স্ব স্ব মিলের গেইটে কর্মকর্তা–কর্মচারীরা তাদের দাবিসমূহ আদায়ের লক্ষ্যে গেইট মিটিং এ মিলিত হন।
উল্লেখ্য, চট্টগ্রাম অঞ্চলাধীন ৯টি মিল হল আমিন, বাগদাদ–ঢাকা কার্পেট ফ্যাক্টরি, হাফিজ, গুল আহমদ, এম এম, আর আর, গালফ্রা–হাবিব, মিলস ফারনিশিংস এবং কেএফডি।












