সীতাকুণ্ডে গুল আহমদ জুট মিলস কর্মকর্তা-কর্মচারীদের সভা

বেতন-ভাতাসহ বিভিন্ন দাবি

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জুট মিলস্‌ কপোরেশনের (বিজেএমসি) কর্মকর্তা কর্মচারীদের বেতনভাতাসহ বিভিন্ন দাবি আদায়ে সীতাকুণ্ডে রাষ্ট্রায়ত্ত পাট শিল্প প্রতিষ্ঠানের আয়োজনে এক গেইট সভা জুট মিলের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল ১০টার দিকে সভায় নেতৃত্ব দেন উক্ত প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এসএম মঈনুল করিম।

প্রকৌশলী (যান্ত্রিক) কর্মকর্তা ঐক্য পরিষদের সভাপতি ভূপতি চাকমার সভাপতিত্বে ও কর্মচারী ঐক্য পরিষদের কাজী মো. সাহাবুদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তারা বাংলাদেশ জুট মিলস্‌ কপোরেশনের (বিজেএমসি) কর্মকর্তা কর্মচারীদের বেতনভাতা ও অবসর প্রাপ্তদের অবসরোত্তর পাওনা বাবদ অর্থ বরাদ্দ, উদ্বৃত্ত জনবল অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে আত্তীকরণ এবং ঢাকাস্থ মতিঝিল করিম চেম্বার বিজেএমসি’র নিজস্ব অফিস কাম বাণিজ্যিক ভবন নির্মাণ করার জোর দাবি জানান। মিলের সকল কর্মকর্তাকর্মচারী গেইট সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজেএমসির চেয়ারম্যানের মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।

এদিকে গত রোববার বিজেএমসি’র চট্টগ্রাম অঞ্চলাধীন স্ব স্ব মিলের গেইটে কর্মকর্তাকর্মচারীরা তাদের দাবিসমূহ আদায়ের লক্ষ্যে গেইট মিটিং এ মিলিত হন।

উল্লেখ্য, চট্টগ্রাম অঞ্চলাধীন ৯টি মিল হল আমিন, বাগদাদঢাকা কার্পেট ফ্যাক্টরি, হাফিজ, গুল আহমদ, এম এম, আর আর, গালফ্রাহাবিব, মিলস ফারনিশিংস এবং কেএফডি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা
পরবর্তী নিবন্ধচকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির বর্ষপূর্তি ও সাধারণ সভা