ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গাড়ি চাপায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার ১নং ওয়ার্ডের নুনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই সময় রাস্তা পার হচ্ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মহাসড়ক পার হচ্ছিলেন এক যুবক। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. জাকির রব্বানী বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে এক ব্যক্তি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত ব্যক্তির (৪০) নিহত হন। নিহতের পুরো শরীর এবং মাথা ছিন্ন–বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে স্থানীয়রা কেউ চিনতে পারছেন না। পুরো মুখ বিকৃত হয়ে গেছে।