সীতাকুণ্ডে কুমিরা এলাকায় গাড়ি চাপায় খাদিজা খাতুন (২৪) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী বলে জানা গেছে।
আজ বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে এ নিহতের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২টার দিকে তিনি কলেজ থেকে মোটরসাইকেল যোগে তার এক আত্মীয়ের বাড়ি ফিরছিলেন।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকা অতিক্রমকালে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের বহনকৃত মোটরসাইকেলকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন বলেন, নিহত শিক্ষার্থী খাদিজা খাতুন বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদ আল মাহমুদের স্ত্রী।
রাশেদ আল মাহমুদ চট্টগ্রাম নগরীর দামপাড়াস্ত সিএমপি স্কুল এন্ড কলেজের সহকারী সিনিয়র শিক্ষক। সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।