সীতাকুণ্ডে কৃষকদল নেতাকে গলা কেটে হত্যা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ১১:৪৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে হাতিলোটা গ্রামের মোঃ নাছির উদ্দিন (৪০) নামের এক কৃষকদল নেতাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আজ বুধবার ইফতারের পর বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের ছরারকূল এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন আনুমানিক সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন ইফতার শেষে হাতিলোটা গ্রামে অবস্থিত নিজের ফার্মে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল জানান, সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারি মোঃ নাছির উদ্দিন তার বাড়িতে ইফতার শেষে একই এলাকার নিজ খামারে যাচ্ছিলেন। এ সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে তাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে। এ বিষয়ে সীতাকুণ্ড থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ওসির নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনা গেছেন। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত নাছির উদ্দিন ওই এলাকার মৃত কবির আহম্মেদের পুত্র।

পূর্ববর্তী নিবন্ধমোবাইলে গেইম খেলতে না দেওয়ায় মহেশখালীতে কিশোরের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআমেরিকা থেকে এসেও স্বামীর সাথে ঈদ করা হলো না চট্টগ্রামের তিশার