সীতাকুণ্ডে কিউআর যুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম চালু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদসহ অন্যান্য সনদ যেন কেউ জাল করতে না পারে এবং সেবা প্রার্থীগণ যেন হয়রানি শিকার না হন সে লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সীতাকুণ্ড উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদে চালু হয়েছে কিউআর কোড যুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেমের। এখন থেকে সেবা প্রার্থীগণ িি.িংরঃধশঁহফধ.ঢ়ৎড়ঃঃড়ুড়হ.হবঃ ওয়েবসাইট থেকে কিউআর কোড যুক্ত সনদের জন্য আবেদন করতে পারবেন। সনদে ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে সনদটি জাল কিনা যাচাই করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইট থেকে সনদ/প্রত্যয়ন নম্বর ব্যবহার করে সনদ/প্রত্যয়ন যাচাই করা যাবে।

গতকাল উপজেলা হল রুমে কিউআর কোডযুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন করেন সীতাকুণ্ডের সংসদ সদস্য এসএম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। স্মার্ট দেশ বিনির্মাণে সনদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন উদ্যোগটি বাস্তবায়ন করেন। উদ্যোগটি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন সীতাকুণ্ড পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, মো. রেহান উদ্দিন, চেয়ারম্যান এস এম রেজাউল করিম, চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, মো. শওকত আলী জাহাঙ্গীর, মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, মনির আহমদ, মো. নাজীম উদ্দিন, সালাউদ্দীন আজিজ।

পূর্ববর্তী নিবন্ধকবি নজরুল গোল্ড মেডেল শিক্ষাবৃত্তি ২০২৪ এর ফল প্রকাশ
পরবর্তী নিবন্ধসমঝোতা স্মারক স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার এই সরকারের নেই : অলি