সীতাকুণ্ডে কালু শাহ্ ব্রিজের নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে পুলিশ এ নবজাতকের লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ফৌজদারহাট কালু শাহ্ ব্রিজের নিচে একটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা কার্টনটি খুলে তার ভিতর একটি নবজাতকের লাশ দেখতে পান। এ সময়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, একটি নবজাতক শিশুকে কে বা কারা কালু শাহ্ ব্রিজের নিচে ফেলে রেখে চলে যায়। আমরা এমন খবর স্থানীয়দের কাছ থেকে শুনতে পেয়ে ফুটফুটে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছি।