সীতাকুণ্ডে ইস্ট ওয়েস্ট সীডের নিজস্ব ট্রায়াল ফার্মের আয়োজনে উন্মুক্ত মাঠ দিবস বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত মাঠ দিবসে ১৫টি ফসলের ৪৮টি জাত প্রদর্শিত হয়েছে। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুল্লাহ। গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও কৃষকরা বলেন, দেশের প্রায় কৃষক সাধারণত সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে থাকে। তবে বেশিরভাগ কৃষক বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পূর্বের তুলনায় ফলন বেশি বাড়াতে সক্ষম হয়েছে। আর এরই পথধরে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ইস্ট–ওয়েস্ট সীড এর বীজ অতি কম সময়ে বেশি ফলনে প্রান্তিক কৃষকদের স্বপ্ন পূরণে কাজ করে চলেছেন। ইস্ট ওয়েস্ট সীডের প্রোডাক্ট ডেভলপমেন্ট ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায় কৃষকরাও এখন অনেকটা এগিয়ে। আর দেশে জনসংখ্যার সাথে সাথে বাড়ছে বসতঘরও। যার কারনে দিন দিন কমছে কৃষি জমি। কৃষকরা ও চায় কম সময়ে অধিক ফসল উৎপাদনের। ইস্ট ওয়েস্ট সীডের প্রদর্শনীতে ও মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট সীডের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল, প্রোডাক্ট ম্যানেজার মহিবুল্লাহ ইবনে হক ও রিজিওনাল ম্যানেজার জুলফিকার হাবিব।












