সীতাকুণ্ডে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৮ জুন, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। গত সোমবার উন্নয়ন সংস্থা শৈলীর উদ্যোগে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক র‌্যালি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পৌরসভা চত্বরে র‌্যালির উদ্বোধন করেন মেয়র বদিউল আলম। র‌্যালি শেষে পৌরসভা চত্বরে এক সভা মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদির সভাপতিত্বে ও সুজিত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. নাছির উদ্দিন অনিক।

বক্তব্য রাখেন রেজাউল করিম বাহার, লিটন কুমার চৌধুরী, তপন মজুমদার, শেখ সাইফুল ইসলাম রুবেল, আব্দুল মোতালেব, শামীমা লাভলী, জাহেদুল আলম রুমন প্রমুখ।

বক্তারা বলেন, মাদকাসক্তি থেকে মুক্তির শ্রেষ্ঠ ওষুধ হল ইচ্ছা এবং মনোবল। বর্তমান ও আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে মাদক দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধআমিরাতে গ্যারেজে বিস্ফোরণ হাটহাজারীর যুবকের মৃত্যু