সীতাকুণ্ডে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় মুনস্টার কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা ও ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা ভাতার চেক প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ স্পটগুলো প্রদক্ষিণ করে। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য’ এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ পাল মিঠুন, সমবায় কর্মকর্তা মো. শহীদ ভূঁইয়া ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ফেরদৌসী আক্তারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।