সীতাকুণ্ডে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ৯:৪৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে দুটি স্পট থেকে গ্রেপ্তাতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরী ও বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকা থেকে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও ভাটিয়ারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ হোসেন। তাকে আজ সোমবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে এর আগের দিন রবিবার সন্ধ্যার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ আকবর হোসেনকে একই ইউনিয়নের তার গ্রামের বাড়ি জুদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার (ওসি) মোঃ মজিবুর রহমান।

তিনি বলেন, গ্রেপ্তাতারকৃত আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র লুট করে বিক্রি চক্রের মূল হোতা বাবুল গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এবার ব্যাটারি রিক্সার গ্যারেজে গিয়ে অভিযান