ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে নাশকতার প্রস্তুতিকালে অস্ত্রসহ এক যুবদল নেতা ও চার নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জঙ্গল সলিমপুর এলাকাসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো শফিকুল ইসলাম সোহেল (৩৬) (অস্ত্রসহ), আবুল খায়ের ইকবাল (৩৮), মো. সাজ্জাদ হোসেন মামুন (২২), ইকবাল হোসেন ওরফে খোকন (৩০)। সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে জানতে পারি–সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী যুবদল নেতা রোকন মেম্বারের অন্যতম সহযোগী সন্ত্রাসী মো. শফিকুল ইসলাম সোহের নাশকতা করার উদ্দেশ্যে তার অপরাপর সহযোগীদের অপেক্ষায় জঙ্গল সলিমপুরে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড কার্তুজসহ সফিকুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করি। সে দক্ষিণ সলিমপুর ফকিরহাট এলাকার নুরুল হুদার পুত্র এবং সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুব দলের সভাপতি। জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, নাশকতাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য পরিকল্পনা করছিল সে। ওসি বলেন, আসামি শফিকুল ইসলাম সোহেলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজী সহ ২২টির অধিক মামলা বিজ্ঞ আদালতে চলামান রয়েছে। এদিকে মহাসড়কে নাশকতার পরিকল্পনাকালে মঙ্গলবার রাতভর বাড়বকুণ্ড ইউনিয়নে অভিযান চালিয়ে বিএনপির আরো ৩ কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের গতকাল বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।