সীতাকুণ্ডে অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অস্ত্রসহ তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব রহমত নগর ফরেস্ট অফিসের পূর্ব দিকে পাহাড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ১টি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তার মোহাম্মদ আলীর বিরুদ্ধে ৩টি খুন, ৩টি অস্ত্র মামলা, ১৫টি বিস্ফোরক মামলাসহ ৩০ টি মামলা চলমান রয়েছে। এছাড়াও ১টি সাজা পরোয়ানাসহ একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংক এবং জেলা আইনজীবী সমিতির মধ্যে চুক্তি স্বাক্ষরিত
পরবর্তী নিবন্ধবায়েজিদে পাহাড় কাটার দায়ে দুইজনের বিরুদ্ধে মামলা