সীতাকুণ্ডে অসহায় ৬০ পরিবারের মাঝে চিকিৎসা ভাতা প্রদান

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বিএন্ডএফ কেয়ারের উদ্যোগে বৃদ্ধ মাবাবাদের জন্য আত্মবিশ্বাস উপহারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সীতাকু্‌ড প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত ৬০ জন উপকারভোগীকে ওষুধ খরচ যাবৎ মাসিক ১হাজার টাকা করে ২ মাসের টাকা প্রদান করা হয়েছে। বিএন্ডএফের সিনিয়র এঙিকিউটিভ অফিসার মো. আশরাফুল আলম ভুঁইয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ। আবু জাহেদ জনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ ফোরকান আবু, আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, এম হেদায়েত উল্লাহ, সৌমিত্র চক্রবর্তী ও লিটন কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন শাহেদ ইকবাল রিফাত, মো. আব্দুল্লাহ আল মামুন ও নুরুল আকতার বাপ্পি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধমাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির সাধারণ সভা