সীতাকুণ্ডে অপহৃত সংবাদপত্র এজেন্ট কুমিল্লায় উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ডিবি পুলিশ পরিচয়ে এক সংবাদপত্রের এজেন্টকে অপহরণের ২৪ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে। অপরহণের শিকার এস এম ইয়াছিন (৫৭) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ায় মরহুম মৌলভী মোহাম্মদ মিয়ার পুত্র। গত রবিবার সকাল ৮টার দিকে সংবাদপত্র সরবরাহের অফিস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় ইয়াছিনকে অক্ষত অবস্থায় কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাইয়া বাজার থেকে উদ্ধার করার কথা নিয়েছেন ইয়াছিনের ভাই মাহবুব। তিনি আজাদীকে বলেন, প্রাইভেটকারযোগে ৩ জন অপহরণকারী আমার ভাইকে সড়কে নামিয়ে দিয়ে গেছে। বর্তমানে সে চান্দিনা থানার হেফাজতে রয়েছে। উদ্ধারের খবর পেয়ে তাকে চান্দিনা থানা থেকে নিয়ে আসতে তার ভাই মাহবুব রওনা দিয়েছেন।
পরিবার ও থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, আঞ্চলিক দৈনিক সংবাদপত্রের এজেন্ট এস এম ইয়াছিন প্রতিদিনের ন্যায় রবিবার সকালে নিজ সংবাদপত্র অফিসে বসে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিলির জন্য হকারদের মধ্যে বণ্টন করছিলেন। সকাল আনুমানিক ৮টার দিকে একটি সাদা রংয়ের মাইক্রোবাস এসে তার অফিসের সামনে এসে দাঁড়ায়। এই মাইক্রো থেকে ডিবি লেখা জ্যাকেট পরা তিন ব্যক্তি তার অফিসে এসে নাম জিজ্ঞাসা করে। তার নাম ইয়াছিন বলার পর তারা বলেন, আপনার বিরুদ্ধে মামলা আছে, আপনাকে আমাদের সাথে ডিবি কার্যালয়ে যেতে হবে। চট্টগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব কুমারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এ ধরনের কোন অভিযান সীতাকুণ্ডে হয়নি এবং আমাদের কোন লোক কাউকে আটকও করেনি। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংবাদপত্র এজেন্ট ইয়াছিনের ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধবিলুপ্তির পথে সুগন্ধি কালোজিরা ধান
পরবর্তী নিবন্ধ‘আমার গাড়ি নিরাপদ’ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু