চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুন বলেছেন,আপনারা আমার বাবা মরহুম এ বি এম আবুল কাসেম মাস্টারকে এমপি বানিয়েছিলেন। তিনি সীতাকুণ্ডকে আধুনিক উপজেলা বানিয়েছিলেন। এবার বাবার আসনে আমাকে বসিয়েছেন আমি সীতাকুণ্ডকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার কারও প্রতি কোন রাগ, অভিমান বা হিংসা নেই। সকলকে সাথে নিয়েই আল্লাহর রহমতে কাজ করে যেতে চাই। আমি আপনাদের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা চাই। তিনি গত শনিবার বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ দুর্নীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। সীতাকুণ্ডের উন্নয়নে সকল ক্ষেত্রে সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা হবে। বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, গোলাম রাব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, অ্যাডভোকেট ভবতোষ নাথ, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, মো. জাফর উল্লাহ, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মোরশেদ হোসেন চৌধুরী, সালাউদ্দিন আজিজ, মো. শাহাজাহান, জয়নাল আবেদীন সুজা, আসলাম হাবীব, মো. সোহেল, দুলাল দে, কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, বদিউল আলম জসিম, মো. ওসমান চৌধুরী, আকবর হোসেন, মো. হানিফ, জাবের আল মাহমুদ। শুরুতেই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, বিভিন্ন সামাজিক সংগঠন, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে এমপি এস এম আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান।