সীতাকুণ্ড মেঘমল্লার খেলাঘর আসরের দেশীয় ফলদ উৎসব

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

শিশুদের শুধু বইয়ের পাতা থেকে দেশি ফলের পরিচিতি নয়, বাস্তবে শিশুদের দেশীয় নান প্রজাতির ফলের সঙ্গে পরিচিতি করাতে ব্যতিক্রমী আয়োজন ফল উৎসবের আয়োজন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন সীতাকুণ্ড মেঘমল্লার খেলাঘর আসর। এ উৎসবে গ্রাম বাংলার দেশি প্রজাতির বিলুপ্তির পথে এমন অনেক ধরনের ফল রাখা হয়।

গতকাল বিকাল তিনটায় সীতাকুণ্ড ডিগ্রি কলেজ মিলনায়তনে মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় ফলজ উৎসবের উদ্বোধন করেন সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী খেলাঘর কমিটির সভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। প্রধান বক্তা আলোচক ছিলেনইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক রাজশ্রী নন্দী, সীতাকুণ্ড ডিগ্রি কলেঝের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুরা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, গবেষক ড. শামসুন্নাহার চৌধুরী লোপা, কবি আশিষ সেন, সীতাকুণ্ড বঙ্গবন্ধু ফাইন্ডেশনের সভাপতি শামিমা আক্তার লাভলী, সংগঠক পরেশ দাশগুপ্ত প্রমুখ। বক্তারা বলেন, সভ্যতার বিশ্বায়নে আমাদেও নতুন প্রজন্ম আজ নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি ভুলতে বসেছে। বাঙ্গালী সংস্কৃতি, আধুনিক বিজ্ঞান মনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ আগামীর স্বদেশ বির্নিমাণে এবং আমাদের নতুন প্রজন্ম শিশুকিশোরদের দেশীয় ফলের স্বাদ আস্বাদনে দেশজ ফলের উৎসব।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী আবাসিকে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধমোশারফ হোসাইন