সীতাকুণ্ডে পৌরসদরে একটি বাসা থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম মোঃ সরোয়ার জাহান (২৬)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে পৌর সদরের উত্তর বাজার এলাকায় অবস্থিত ভূঁইয়া টাওয়ার নামক বিল্ডিং এ ঘটনাটি ঘটে। তিনি ওই বিল্ডিংয়ের পার্শ্ববর্তী মা ও শিশু হাসপাতালে চাকুরি করতেন। এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তিনি ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানাধীন এলাকার মোঃ ইয়াসিন আলীর ছেলে। পুলিশ ও ক্লিনিক সূত্রে জানা গেছে, সরোয়ার অন্যান্য দিনের মত ক্লিনিকের স্টাফরা ও তিনি পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ভূঁইয়া টাওয়ার স্টাপ রুমে রাত্রী যাপন করেন।
মঙ্গলবার রাতে তার নাইট ডিউটি ছিল। কিন্তু বিল্ডিংয়ের কেয়ারটেকার রুমে সরোয়ার জাহান সিলিং ফ্যানের সাথে গামচা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন লোকজন। তখন হাসপাতাল কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহটি উদ্ধার করেন।
সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, সরোয়ার জাহান হাসপাতালে নিয়োগের পর থেকে মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে সে খুব ভাল মানুষ ছিলেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












