সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা ওরফে বুলেট মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, মামুনের বিরুদ্ধে বিস্ফোরক আইন, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার আইনসহ বিভিন্ন ধারায় অন্তত ২৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানাও রয়েছে। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সদলবলে এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে।