সীতাকুণ্ডের ভাটিয়ারী পাহাড় থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর। তার গায়ে শার্ট ও পরনে ছিল লুঙ্গি। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোয়ালিনী ফ্যাক্টরি সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকালে ওই এলাকার কিছু স্থানীয় লোকজন পাহাড়ে কাঠ কাটতে যান। সেখানে গিয়ে তারা একটি গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।