সীতাকুণ্ড নবাগত ইউএনওর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:২৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডে উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আজ সোমবার বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী,এম হেদায়েত উল্লাহ, বর্তমান প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক নাসির অনিক, সিনিয়র সদস্য দিদারুল হোসেন টুটুল, সদস্য কৃষ্ণ চন্দ্র দাশ, তালুকদার নির্দেশ বড়ুয়া, সাইদুল হক, মীর মামুন, নন্দন রায়, এড. মোঃ নাসির উদ্দিন, ইকবাল হোসেন রুবেলসহ আরো অন্যান্য প্রেসক্লাব সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভুয়া জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হওয়ার চেষ্টা, লামায় মেম্বারকে সাতদিনের জেল
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা