সীতাকুণ্ড থেকে নগরের চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

অবশেষে পাহাড়তলী থানা পুলিশের পাতা ফাঁদে ধরা পড়লো চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির হোসেন প্রকাশ বাইট্টা মনির (৪৫)। পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কেপায়েত উল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানাধীন আব্দুল জলিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, মনির দীর্ঘদিন শহীদ লেইন (বিহারী কলোনি) এলাকায় মাদক ব্যবসা করে। সে প্রথমে শহীদ লেইনে রেলওয়ের জায়গা দখল করে অবৈধ ঘর এবং দোকান তৈরি করে। এই অবৈধ দখলের মাধ্যমেই কলোনিতে শুরু হয় মাদকের রমরমা ব্যবসা। বর্তমানে সে সীতাকুণ্ড উপজেলার জলিল টেঙটাইল সিডিএ এলাকায় বসবাস করে। মাঝে মধ্যে এসে তার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে। আজম সড়ক ও শহীদ লেইন এলাকার রেল লাইনের পাশে তার মাদকের মূল কারবার চলে। মনিরের বিরুদ্ধে সিএমপি এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যার চেষ্টা, অস্ত্র, মাদকসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ত্রিবার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধপটিয়ার আমিরীয়া মল্লবাড়ী ফোরকানিয়া মাদ্রাসার সভা