সীতাকুণ্ডে চুরি হওয়া অর্ধ কোটি টাকার পণ্যসহ কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন জহির মিস্ত্রি (৩৫), মো. সাদ্দাম (৩২), জাহিদুল আলম (৩২), রহমত উল্লাহ (৪০) ও মো. সেলিম (৫০)। তারা সকলেই নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান, নগরীর ইপিজেড থেকে কেডিএস লজিস্টিকসের পণ্য ভর্তি করা কাভার্ডভ্যান সীতাকুণ্ডের জোরামতল ফকিরহাটস্থ বিসমিল্লাহ পার্কিংয়ের সামনে পণ্য আনলোড করতে দাঁড় করানো হয়। চালক গাড়িটি পার্কিংয়ে দাঁড় করিয়ে রেখে বাড়িতে চলে যায়। দুই ঘণ্টা পরে এসে পার্কিংয়ের স্থানে গাড়িটি দেখতে না পেয়ে পার্কিংয়ের ম্যানেজারকে জিজ্ঞাসা করেন। অজ্ঞাতনামা এক চালক গাড়িটি নিয়ে গেছে বলে পার্কিংয়ের ম্যানেজার জানান। এই ঘটনায় ৫ ফেব্রুয়ারি কেডিএস লজিস্টিক কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রোববার সকালে নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে পণ্যভর্তি চুরি হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করেন। পাশাপাশি চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাঁচজনেই চুরির সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। তাদের কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।