সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। মেলায় বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন করে দেখিয়েছে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র–ছাত্রীরা। বিজ্ঞান মেলায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে প্রদর্শিত হলো এসব উদ্ভাবনী প্রজেক্ট। গত বুধবার পৌরসদরস্থ কলেজ রোডস্থ বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণিকক্ষে এ মেলার আয়োজন করা হয়।
শিশুকাল থেকে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করার পাশাপাশি তাদের বিজ্ঞানমনষ্ক করে তোলার মধ্য দিয়ে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তাশক্তি সজাগ করাই ছিল এই মেলার প্রধান উদ্দেশ্য।
আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করে এ মেলার আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করেন সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিন। বিজ্ঞান মেলায় প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভূমিকম্পের সতর্কবার্তা, সৌরজগত, পানি বিশুদ্ধকরণ ফিল্টার,খাদ্যজাল, ভলকানো, পানিচক্র, গ্রীনহাউস প্রভৃতি। মেলা দেখতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পগুলো উপস্থাপন করে।