সীতাকুণ্ড জন্মাষ্টমী উদযাপন পরিষদের আলোচনা সভা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সীতাকুণ্ড শাখার আয়োজনে গতকাল শনিবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনন্দ ভট্টাচার্য সাগরের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ।

বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, উপদেষ্টা জিতেন্দ্রনাথ নাটু, মেলা কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল শাস্ত্রী, গোপাল শর্মা, সুজন মল্লিক, পাপন কৃষ্ণ, মোহন পাল, পৌরসভা বিএনপি নেতা জাকির হোসেন, সালেহ আহমদ সলু, মোজাহের উদ্দিন আশরাফ, জিয়া, ইসমাইল হোসেন সিরাজী, কামরুল ইসলাম বাবলু, মহিদুল আলম আবির, রেজাউল, মেহেদী, জিকো, শাকিলসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপূর্ব দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধশ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান