সীতাকুণ্ড কাজীপাড়া প্রাইমারি স্কুলে শহীদ মিনার উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিরা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত এর উদ্বোধন ঘোষণা করেন। মো. আব্দুল আলীমের অর্থায়নে এ শহীদ মিনারটি নির্মাণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ হোসেন চৌধুরী বলেন, শহীদ মিনার হচ্ছে আমাদের ভাষা আন্দোলনে শহীদদের প্রতিচ্ছবি। এ মিনার যখনই যেকোনো মানুষের সম্মুখে উপস্থাপিত হবে তখনই তার মাঝে এর পেছনের ইতিহাস জানার আগ্রহ সৃষ্টি হবে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন, কুমিরা ইউপি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সওদাগর, কুমিরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড আনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা শেখ আহমদ, স্কুলের দাতা সদস্য মো. সোলেমান, ইউপি সদস্য হারুনুর রশিদ, জসিম উদ্দিন, খুরশীদ আলম, দিলুয়ারা বেগম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহসিনা হামুদা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আহমদ, মো. হাসান, সফিউল আলম লিটন, জিয়া উদ্দিন রাজু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী প্রেস ক্লাবে ঈদে মিলাদুন্নবী
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বাস্কেটবল টুর্নামেন্ট সম্পন্ন