সীতাকুণ্ড ও সাতকানিয়া থেকে নাশকতার চেষ্টাকালে বিএনপির ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মহাসড়কে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল। সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয় ১৪ জনকে। আর সাতকানিয়া থেকে বাকি ৬জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই বিএনপির নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে। সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে নাশকতার জন্য ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অবস্থানকালে বিএনপির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইকরাম আরাফাত ওরফে সায়মন (২৯), মো. ফয়সাল (২০), মো. রুবেল (২৭), মিজানুর রহমান ওরফে রুবেল (৩২), মামুন (২৮), কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম (৬৩), ঈদগাঁও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা শওকত আলম (৫৪), মো. মঞ্জুর আলম (৫৩), একই থানার জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন (৩২), চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল (৪৫), মোহাম্মদ নাসির উদ্দিন (৪৫), সীতাকুণ্ডের বিএনপি নেতা এস এম লোকমান হাকিম (৬৫), মো. মোস্তাকিম (৩৫) ও মোহাম্মদ রহিম (৪৮)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, নাশকতার জন্য সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থান থেকে বিএনপির বেশ কিছু নাশকতাকারী ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে তারা গোপন খবরের ভিত্তিতে জানতে পারেন। এই সময় বিষয়টির সত্যতা যাচাইয়ে মহাসড়কের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৪ নাশকতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তোফায়েল আহমেদ আরো জানান, নাশকতার চেষ্টায় জড়িত এ নাশকতাকারীরা সীতাকুণ্ড মডেল থানায় পূর্বে দায়েরকৃত বিভিন্ন মামলার আসামি। তাদের নাশকতার চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়ায় বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার কালিয়াইশ, সোনাকানিয়া, ছদাহা ও সাতকানিয়া পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াইশের পশ্চিম কাটগড় এলাকার মৃত আবু সৈয়দের পুত্র আসহাব উদ্দিন (৪৫), সোনাকানিয়া ছোট হাতিয়া তাঁতী পাড়ার মৃত নবাব মিয়ার পুত্র কুতুব উদ্দিন (৪৩), একই ইউনিয়নের জমাদার বাড়ির মৃত বারেক মিয়ার পুত্র আবুল কাশেম (৫৮), সাতকানিয়া পৌরসভার দক্ষিণ রামপুর এলাকার মৃত নজির আহমদের পুত্র নুরুল কবির (৫৭), ছদাহা ইউনিয়নের পূর্ব কাজীর পাড়ার মৃত আবদুল মোতালেবের পুত্র আবুল হোসেন (৪০) ও পৌরসভার মধ্যম গোয়াজার পাড়ার জসীম উদ্দিনের পুত্র মো. রিয়াজ (২৬)।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, গ্রেপ্তারকৃতরা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। তারা সবাই নাশকতার সাথে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গতকাল রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।