সীতাকুণ্ড ও মীরসরাইয়ে বজ্রপাতে ১০ গরুর মৃত্যু

সীতাকুণ্ড ও মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ১০টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হলে গরুগুলো মারা যায়। সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের কাজীপাড়া, মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ ও বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ আকিলপুর এলাকায় বজ্রপাতে পাঁচ কৃষকের ৮টি গরু মারা যায়। গরুগুলোর বাজার মূল্য ১০ লাখ টাকার অধিক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যরা জানান, সকালে বজ্রপাতে কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার কৃষক মো. আবুল হাসেমের তিনটি গরু এবং মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় হোসেন নামে এক কৃষকের ২টি ও জয়নালের ২টি গরু মারা যায়। আর বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ আকিলপুর এলাকায় অপর এক কৃষকের একটি গরু মারা গেছে। কৃষক হাশেম কান্নাজড়িত কণ্ঠে জানান, কৃষি কাজের পাশাপাশি সংসারের বাড়তি উপার্জনের আশায় স্থানীয় এনজিও থেকে কিস্তিতে টাকা নিয়ে গরুগুলো কিনেছিলেন তিনি। ‘কিন্তু বজ্রপাতে তিনটি গরুর মৃত্যুতে একেবারে নিঃস্ব হয়ে গেছি আমি। এখন কীভাবে কিস্তির টাকা পরিশোধ করবো আমি?’

অন্যদিকে সকালে হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে শতাধিক গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি অর্ধ শতাধিক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। টানা বর্ষণে তলিয়ে গেছে ঘরবাড়ি, পুকুরসহ অধিকাংশ এলাকার গ্রামীণ সড়ক। মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার জানান, সকালে হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে গাছপালা উপড়ে পড়ে তার ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ বর্ষণে পানিতে তলিয়ে গেছে রাস্তাসহ এলাকার বেশ কয়েকটি পুকুর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, বজ্রপাতে কয়েকজন কৃষকের গরু মারা গেছে বলে তিনি জানতে পেরেছেন। এই ব্যাপারে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।

মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামে গতকাল সকাল সাড়ে ৮টার সময় বজ্রপাতে ২টি গরুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া গরু দুটির বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেন মিঠানালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান। গরুর মালিক শামসুদ্দিন ও জসিম উদ্দিন জানান, গরু দুটি কোরবানির বাজারে বিক্রির জন্য মোটাতাজা করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামাত কখনো বাংলাদেশ চায়নি, এখনো চায় না : নওফেল
পরবর্তী নিবন্ধজামালখানে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙচুরের স্থান পরিদর্শনে মন্ত্রী