পুর্ণ্য স্নানের মধ্যে দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথধামের ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা। গতকাল বৃহস্পতিবার মেলার ১ম দিনে বিপুল সংখ্যক সনাতনী তীর্থযাত্রীর ঢল নামে এবং লোকে লোকারণ্যে হয়ে পড়ে সীতাকুণ্ডের মন্দির সড়ক হয়ে চন্দ্রনাথ ধামের পাদদেশ পর্যন্ত। তবে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে চন্দ্রনাথধামে অন্যান্যবারের মতো এবার তীর্থযাত্রীদের আগমন কম ছিল। একইসাথে মহেশখালীর মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পূজা ও মেলা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টা ১২ মিনিট ৪৯ থেকে মূল তিথি শুরু হয়। শিব চতুর্দশী তিথির শুরুতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সনাতনী পুণ্যার্থীরা জাগতিক সকল পাপ মোছনে ও পুণ্য লাভের আশায় ব্যাসকুণ্ডে স্ন্যান করেন। পূণ্যার্থীরা দল বেঁধে দেবাদিদেব মহাদেবের সান্নিধ্য লাভের আশায় উঠতে থাকেন প্রায় ১২’শ ফুট উপরে পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথধাম মন্দিরে। এসময় দলবেঁধে উঠা পুণ্যার্থীর ‘হর হর মহাদেব ধ্বনিতে’ মুখরিত হয়ে উঠে পুরো চন্দ্রনাথধাম মন্দির এলাকা। গতকাল সকাল থেকে তীর্থযাত্রীরা ব্যসকুণ্ডে স্নান শেষে চন্দ্রনাথ মন্দিরের দিকে যাত্রা শুরু করে। চন্দ্রনাথ মন্দিরে উঠতে অন্তত ১২জন তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়ে। মেলাঙ্গনে মেলা কমিটি, সীতাকুণ্ড স্রাইন এস্টেট এবং চন্দ্রনাথধামে চন্দ্রনাথ স্বেচ্ছাসেবক সমিতির প্রায় ৩ শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছে। এছাড়া মেলাঙ্গনে রয়েছে ব্যাপক পুলিশি নিরাপত্তা।
সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী দৈনিক আজাদীকে জানান, চন্দ্রনাথে উঠার পথে ঝুঁকিপূর্ণ ব্রিজ ও সিঁড়ি স্বয়ম্ভুনাথ মন্দিরের কিছু উপর পযর্ন্ত সংস্কার করা হয়েছে। মেলায় ৮লাখ ভক্তের সমাগত হবে। তীর্থযাত্রীরা যেন ভালোভাবে পূজা-অর্চনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রায় ২শতাধিক পুলিশ সদস্য মেলায় নিয়োজিত আছে। মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, বিশাল এ মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তীর্থযাত্রীরা কোনরূপ বিড়ন্বনা ছাড়াই তীর্থদর্শন সম্পন্ন করে ফিরে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, এ বছর শিব চতুর্দশী পূজার মূল শিব দর্শনের লগ্ন গতকাল ১১ মার্চ ২৬ ফাল্গুন বিকাল ৩টা ১২ মিনিট ৪৯ সেকেন্ড থেকে শুরু হয়ে আজ শুক্রবার বিকাল ৩টা ১১ মিনিট ৫৬ সেকেন্ড পর্যন্ত চলবে। আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী ও সাধারণ সম্পাদক প্রণব কুমার দে জানান, শিব চতুর্দশী পূজা তথা শিব দর্শন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও মৈনাক পর্বতের পাদদেশে আগামী ৫ দিনের জন্য বসেছে গ্রামীণ লোকজ মেলা। এ মেলা বিগত আনুমানিক দু’শ বছরেরও আদিকাল থেকে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে।
আদিনাথ মেলা সুপারভাইজিং কমিটির সভাপতি মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান ও মেলা পরিচালনা কমিটি সূত্র জানাযায়, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিকভাবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উপজেলা পরিষদের সিদ্ধান্তমতে এ মেলা চলবে ৫ দিনব্যাপী। এ মেলায় ইতিমধ্যে প্রায় তিন শতাধিক দোকান ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে।












