সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

| শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীস্থ রেলওয়ে ক্লাবে চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা গত শনিবার সংগঠনের সভাপতি খলিল উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক শাখা চট্টগ্রামের সাধারণ সম্পাদক অলী আহাম্মদ, বাংলাদেশ সড়ক পরিবহন আঞ্চলিক শাখার কার্যকরী সভাপতি রবিউল মাওলা, হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রাইম ওভার টেইলর শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোকশেদুল আলম, সমাজসেবক জাহেদুল আলম মুরাদ, রুবেল আহমেদ, বাবু, খাইরুল আলম সবুজ। আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, লাইন সম্পাদক মোহাম্মদ আবু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের ধর্মসম্মেলন
পরবর্তী নিবন্ধইপিজেডে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ