সী-ওয়ার্ল্ডের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

আজাদী প্রতিবেদন

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৫:২৫ পূর্বাহ্ণ

নগরীর বিনোদনকেন্দ্র ফয়’স লেক কনকর্ডে (সী ওয়াল্ড) স্লাইডিং রাইডের ভাঙা ধারালো অংশে এক শিশুর আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি দায়ের করেন ভিকটিম শিশুর মা সখিনা বেগম। চার বিবাদী হলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম কামাল উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, মোহাম্মদ সাজ্জাদ এবং উপব্যবস্থাপনা পরিচালক এনামু হক। বাদীর আইনজীবী সুলতান মুহাম্মদ ওহিদ আজাদীকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে মামলাটি ৩০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার মদমর্যাদার নিচে নয় এমন অফিসার দিয়ে তদন্ত করার জন্য বলা হয়েছে। ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দিলেও বিবাদীরা কোন সাড়া দেয়নি বলেও জানান আইনজীবী। মামলার আরজিতে বলা হয়, গত বছরের ২২ ফেব্রুয়ারি ফয়’স লেক কনকর্ডের স্লাইডিং রাইডের ভাঙা ধারালো অংশে ১৪ বছর বয়সী সাজ্জাদ হোসেন জয় নামের ওই শিশুর ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসার বক্তব্য
পরবর্তী নিবন্ধরাউজানে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আগুন