সিয়ামসাধনা মানুষের হৃদয় ও মনকে পরিপূর্ণ করে

খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণে বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সিয়ামসাধনা মানুষের হৃদয় ও মনকে পরিপূর্ণ করে।

উত্তর জেলা যুবলীগ : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারীতে উত্তর জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দীপক কুমার দত্ত, মো. মিজানুর রহমান,সৈয়দ মো. মনজুরুল আলম, মো. এরশাদ হোসেন, মো.আব্দুল করিম, এম.এ খালেদ চৌধুরী, ইরি মো.শাহজাহান, জয়নাল আবেদীন, বিমল চন্দ্র নাথ, মো.শাহেদ সরোয়ার, মো. ওসমান চৌধুরী, মো. আবু ছৈয়দ, অ্যাডভোকেট মো অহিদুল্লাহ, মো. বাবলু, অধ্যাপক নাজমুল হুদা মনি, মো.ইউনুচ প্রমুখ।

সদরঘাট থানা যুবদল : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে তরুণ বিএনপি নেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী গতকাল মাদারবাড়ি এলাকায়পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন। সদরঘাট থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের পর ইসরাফিল খসরু ২৭ দফার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ আলী, যুবদল নেতা সাইফুর রহমান শপথ, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি এইচএম রাশেদ খান, স্বে”ছাসেবক দল নেতা আলি মুর্তজা খান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, নুর জাফর রাহুল, মোহাম্মদ ইসমাইল, মো. রাশেদ, নুর খান, ইয়াসিন আরাফাত, আনোয়ারুল আবেদিন মুন্না, ওমর ফারুক রুবেল, রবিউল হোসেন, নুরজাহিদ বাবু, ইউনুস মিয়া, জুয়েল, নাহিদ আলী, কায়সার হামিদ, রাব্বি প্রমুখ।

চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা : চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার উদ্যেগে সংগঠনের সভাপতি আলাউদ্দিন তাহের ও সাধারণ সম্পাদক এ্যাড. কামরুল আযম চৌধুরী টিপুর নেতৃত্বে গত শনিবার নগরীর বিভিন্ন পয়েন্টে দুস্থ, অসহায়, এতিম ও রোজাদারদের মাঝে ইফতারী বিতরণ করা হয়। ইফতারী বিতরণের এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কন্ঠশিল্পী পলি শারমিন, এ্যাড. কাইছার উদ্দীন, শাহিন রহমান, হোসাইন শরীফ, এনায়েত সানী, জুলেখা আক্তার জুলি, রিদু চৌধুরী প্রমুখ। পরে নগরীর একটি কনভেনশন সেন্টারে সংস্থার সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

৪২নং নাসিরাবাদ ওয়ার্ড : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সংসদীয় ১০ আসনের আওতাধীন নগরীর ৪২নং নাসিরাবাদ ওয়ার্ডে গতকাল সামারা কমিউনিটি সেন্টারে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দিকী। ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হকের সভাপতিত্বে এবং যুব সংগঠক ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সূফী, নগর যুবলীগ সাবেক সদস্য শাখাওয়াত হোসেন স্বপন, কাউন্সিলর মোর্শেদ আলম।

আরও উপস্থিত ছিলেন নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের এ ইউনিটের সভাপতি আলী আরশাদ সরদার, সাধারণ সম্পাদক শাহিনুল আলম, সি ইউনিট সভাপতি মো. বাবুল, সাধারণ সম্পাদক মো. কামাল, আক্তার ফারুক, সাইফুল ইসলাম, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, এস এম সাইদ সুমন, সালেহ আহমদ দিঘল, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর চৌধুরী, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম চৌধুরী শামীম, কফিল উদ্দিন, শাহাদাত হোসেন, আবুল বশর, শফিকুল হাসান রিপন, আরিফুল ইসলাম মাসুম, মো. নাহিদ, এড. রবি সৈয়দ, সাইফুল করিম, শহীদুল ইসলাম শহীদ, ইমরান আহমেদ শাওন প্রমুখ।

রাঙ্গুনিয়ার এসএস২০০০ ফ্রেন্ডস গ্রুপ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সংগঠন এসএস২০০০ ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সরফভাটা ইত্যাদি চত্বর এলাকায় রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের হলরুমে এসব উপহার সামগ্রী দেয়া হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন রফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক আবদুর রউফ মাস্টার। স্বাগত বক্তব্য দেন ডা. জোবাইদ উল্লাহ। সংগঠনটির কর্মকর্তা জাসেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন মোরশেদ কামাল তালুকদার, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলী মামুন, মো. মঞ্জু, মাহবুবুল আলম, দিদারুল আলম, জহিরুল ইসলাম, মোহাম্মদ শফি, মোহাম্মদ শফিক, ছোটন কুমার, আবু তাহের প্রমুখ।

পটিয়ার বড়লিয়া ইউনিয়ন যুবলীগ : পটিয়া প্রতিনিধি জানান, পবিত্র মাহে রামজান উপলক্ষে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বড়লিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশীর, মাস্টার রিটন নাথ, দিদারুল আলম, এনামুল হক মজুমদার, সৈয়দ জাবেদ সরোয়ার, মহিম উদ্দিন জাভেদ, নজরুল ইসলাম খাঁন, মহিউদ্দিন, মোহাম্মদ নজরুল, আহমদ নুর, অজয় দাশ, মোঃ সাদ্দাম, মোহাম্মদ দেলোয়ার, মোঃ সুমন উদ্দীন, মোঃ নাঈম উদ্দীন, দিদার পানু, পলাশ শীল, জুয়েল, আব্দুস সবুর প্রমুখ।

যুবলীগ : পবিত্র মাহে রমজান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ইয়াসির আরাফাতের উদ্যোগে গতকাল ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর আলকরণস্থ একটি কমিউনিটি সেন্টারে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান রফিক, বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব, নগর যুবলীগ নেতা মীর মোহাম্মদ ইকবাল, মোস্তফা পলিন, জালাল আহমেদ রানা, শুভ দাশ, সালাউদ্দিন সাদ্দাম, মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন, ইরফান আলী ফাহিম, নূরুল কবির রাশেদ, মিজান উদ্দিন, ইমদাদুর রহমান রিয়াদ, শাহাদাত হোসেন শাহীন, সৈয়দ মনোয়ার ফয়সাল, মীর ইরফান ইমাদ, মো. রিয়াজ প্রমুখ।

বেদুরা বেগম এতিমখানা : বাঁশখালীর কালীপুরের আলহাজ্ব বেদুরা বেগম এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজুর ব্যবস্থাপনায় ঈদ উপহার বিতরণ করা হয়। গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও গুনাগরী আহমদিয়া ডলমপীর (.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জামাল মোস্তফা চৌধুরী, শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, আনোয়ার মোস্তফা চৌধুরী, কাজিম মোস্তফা চৌধুরী কাঞ্চন, যোহান মোস্তফা চৌধুরী, মো. রিয়াজুল করিম, শিক্ষক হাফেজ মো. আব্দুর রশিদ, কারী বদিউল আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর প্রতি অটল বিশ্বাস ও নবীপ্রেমই বদর যুদ্ধের শিক্ষা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১১.৩৬ মে.টন ভিজিএফ চাল বিতরণ