চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটি ও এনএফ–৩ চেস্ একাডেমির সহযোগিতায় সিসিপিএ ক্লাব রেটিং দাবা টুর্নামেন্ট গতকাল বৃহস্পতিবার সিজেকেএস কনভেনশন হলে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক ও আন্তর্জাতিক দাবা বিচারক প্রকৌশলী এস এম তারেক। সিসিপিএ সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে এবং সিসিপিএ যুগ্ম–সম্পাদক ও টুর্নোমন্টের প্রধান বিচারক মো. নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এসিপিবি বাংলাদেশের যুগ্ম–সম্পাদক ও সিসিপিএ এর সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক, সিজেকেএস দাবা কমিটির সাবেক সহ–সভাপতি রাকিব–উল–ইসলাম সাচ্চু, ও মহসিন জামাল পাপ্পু, সিজেকেএস দাবা কমিটির সাবেক যুগ্ম–সম্পাদক আলী কায়সার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম, মো. সুলতান, আসিফ মাহমুদ, রুহুল আমিন প্রমুখ। টুর্নামেন্টে ১০টি ক্লাবের হয়ে মোট ৬০জন খেলোয়াড় অংশগ্রহন করছেন। এতে ২জন টাইটেলধারী খেলোয়াড় এবং ৪৮জন রেটিংধারী খেলোয়াড় রয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টায় ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।











