নগরজুড়ে তারা সিএনজি টেক্সি নিয়ে ঘুরে বেড়ায়। টার্গেট করে পথচারী এবং রিকশাযাত্রীকে। তেমনই সিটি গেট এলাকায় এক গার্মেন্টসকর্মী হেঁটে যাওয়ার সময় ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় তারা। কিন্তু শেষ রক্ষা হলো না। সিসিটিভি ফুটেজ দেখে অবশেষে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খোকন প্রকাশ শাহীন (৩৮) ও মো. নাহিদ হোসেন (২৪)। গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র দুই সেকেন্ডে ছিনতাই করেছিল তারা। তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি টেক্সিটিও।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম আজাদীকে বলেন, এক গার্মেন্টসকর্মীর মোবাইল ও নগদ টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনতাইকারীরা নিয়ে যায়। পরে আশপাশের থানা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে।












