বিশ্বব্যাপী টি–২০ ক্রিকেট আসরের প্লেয়ার নিলাম আয়োজনের ধারাবাহিকতায় চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়ে গেল সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর প্লেয়ার্স ড্রাফট। গত ১৮ জানুয়ারি রোববার রাতে চট্টগ্রাম ক্লাব লি. এর টেনিস কমপ্লেক্স ভবনে বর্ণিল আয়োজনে সম্পন্ন হয়েছে সিসিএস ক্লাব কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। এই প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান থেকে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দল তাদের পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছেন। প্লেয়ার্স ড্রাফটে চারটি ক্যাটাগরীতে ২৭৩ জন ক্রিকেটারকে রাখা হয়। অংশগ্রহণকারী দলসমূহ তাদের পছন্দের ১৬ জন করে সর্বমোট ১৬০ জন ক্রিকেটারকে বেছে নেন। প্লেয়ার্স ড্রাফটে “এ” ক্যাটাগরী থেকে দলগুলো নিতে পেরেছে একজন করে ক্রিকেটার।
“বি” ক্যাটাগরী থেকে নিতে পেরেছে দুই জন। “সি” ক্যাটাগরী থেকে সর্বাধিক সাত জন ক্রিকেটার নিতে পেরেছে দলগুলো। আর “ডি” ক্যাটাগরী থেকে ৬ জন নিয়ে দলগুলো তাদের কোটা পূরণ করেন। ২৩ ম্যাচের এই টুর্নামেন্টের শিরোপার জন্য লড়বে ১০ টি দল। দলগুলোর মধ্যে ‘এ’ গ্রুপে রয়েছে রাইজিং স্টার ক্লাব, শতদল ক্লাব, রাইজিং স্টার জুনিয়র, ফ্রেন্ডস ক্লাব এবং শহীদ শাহজাহান সংঘ।
‘বি’ গ্রুপে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, ইস্পাহানি স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। গ্রুপ পর্ব শেষে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল এবং সবশেষে অনুষ্ঠিত হবে ফাইনাল। আগামী ২৬ জানুয়ারি থেকে প্রথম রাউন্ডের খেলা শুরু হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটো খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা সকাল ৯টায় অংশ নেবে রাইজিং স্টার ক্লাব এবং শহীদ শাহজাহান সংঘ। দুপুর ১টায় শতদল ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। সিজেকেএস কাউন্সিলর ব্যারিষ্টার শাহবাজ মুনতাসির চৌধুরীর সঞ্চালনায় খেলোয়াড় নিলাম অনুষ্ঠান শুরুর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মনজুর আলম মঞ্জু। বক্তব্যে তারা বলেন যেহেতু বর্তমান সময়ে চট্টগ্রামের খেলাধুলা একরকম স্থবির অবস্থায় আছে তাই খেলোয়াড়দের মাঠে রাখতে সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের পর সিজেকেএস ক্লাব সমিতির দ্বিতীয় আয়োজন সিসিএস ক্লাব কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের জন্য এটি ইতিবাচক কার্যক্রম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সহ–সভাপতি আমিনুল ইসলাম, মোহাং শাহাজাহান, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, সাংগঠনিক সম্পাদক সদস্য প্রবীন কুমার ঘোষ, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ (হেলাল), মো. আলী আকবর, মো. আজিজুল মওলা, আবু সামা বিপ্লব, আলী হাসান রাজু, মো. আবু বকর ছিদ্দিক মো. সরওয়ার আলম চৌধুরী মনি।
আরও উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, এনামুল হক, রায়হান উদ্দীন রুবেল, আবু জাহেদ, ফারুক আহমেদ, ইয়াছির আরাফাত পাবলু, ক্রিকেট আম্পায়ার জয়নাল আবেদীন, জনি আবেদীন, সত্তর আশি দশকের সাবেক কৃতী ক্রিকেটার রঞ্জন সিংহ, আফতাব উদ্দিন আহমেদ, আজিজুল হক সেলিম, জি এম হাসান, সাধন চন্দ্র দুবে, বিসিবির ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ।











