সিসিএল মেম্বার্স দাবা লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২ অক্টোবর সম্পন্ন হয়। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব লিঃ’র চেয়ারম্যান নাদের খান প্রধান অতিথি ছিলেন।। তিনি বিজয়ী দাবাড়ুদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক কেজিএন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রশিদ মজিদ ধানিয়াহ বিশেষ অতিথি ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল দাবা বিভাগের মেম্বার ইনচার্জ মাহাবুবুল কবির খান (শান্তুনু) এবং সাব কমিটির কনভেনার ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র ক্লাব মেম্বার ডা. মাহমুদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে চিটাগাং ক্লাব লিঃ এর জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু),ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী,মো. আজিজুল হাকিম,মো. জাহিদ সুলতান(টিপু),সৈয়দ আরশাদুল হক,এস এম শফিউল আজম প্রমুখ সহ অন্যান্য ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শায়লা মাহমুদ। এই দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী, প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হন ইঞ্জিনিয়ার সরকার মো. আব্দুল্লাহ আজম ও রশিদ মজিদ ধানিয়াহ এবং দ্রুততম বিজয়ী হন জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)।