চিটাগাং ক্লাবে প্রান্তিক কাশেম হালিমা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১২ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে মেম্বার দ্বৈতে চ্যাম্পিয়ন হন মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল) ও মোহাম্মদ শোয়াইব রিয়াদ জুটি, রানার্স আপ হন আব্দুর নুর খান (জনি) ও রেজাউর রহমান আউয়াল জুটি। মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হন ফাহমিদা জাফরিন ও মেহবুবা আফরোজ পারভিন জুটি, রানার্স আপ হন শাহনাাজ পারভিন (সুইটি) ও আজমুন জাহিদ নাজি জুটি।
মেম্বার পুত্র দ্বৈতে চ্যাম্পিয়ন হন মো. মুনতাকিমুল ইসলাম মিয়া ও ইয়ামিন আকরাম জুটি, রানার্স আপ হন মো. রিদওয়ানুল ইসলাম মিয়া ও আনজুম ইউসুফ ভুঁইয়া জুটি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের স্পনসর প্রান্তিক গ্রুপের চেয়ারম্যান ও সিসিএল ব্যাডমিন্টন বিভাগের কনভেনর প্রকৌশলী মো. গোলাম সরওয়ার।
সিসিএল ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. জাহিদ সুলতান (টিপু),আবু আহমেদ হাসনাত,মোহাম্মদ এয়াকুব, রফিকুল ইসলাম মিয়া (বাবুল),সালামত উল্লাহ বাহার এবং মঞ্জুরুল আলম পারভেজ, ফজলে রাব্বি খান (সাজ্জাদ),জাবেদ হশেম নান্নু,এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি) প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাহতাব উদ্দিন চৌধুরী হুমায়ুন।