চিটাগাং ক্লাব আয়োজিত সিসিএল বারকোড বার্ষিক স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত ৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বারকোড গ্রুপের সত্ত্বাধিকারী মঞ্জুরুল হক (মঞ্জু) । অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্নুকার ও বিলিয়ার্ড বিভাগের মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হক। অনুষ্ঠানে ক্লাব জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাসেম (নান্নু), ডাঃ ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোঃ আজিজুল হাকিম, মাহাবুবুল কবির খান (শান্তুনু), সালাউদ্দিন আহমেদ, মোঃ জাহিদ সুলতান (টিপু) সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন । অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সৈয়দ সাজমান জীবন।











