সিসিএল বারকোড-রিটজি পুল টুর্নামেন্টে আয়াজ চ্যাম্পিয়ন

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত বারকোড-রিটজি গ্রুপ স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সাবেক মেম্বার ইনচার্জ নুর উদ্দিন জাবেদকে ১১-৯ ফ্রেমে হারিয়ে আয়াজ ইসলাম চৌধুরী চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

গত ২৮ জুন মঙ্গলবার চার ঘন্টা ব্যাপী এই উত্তেজনাকর ফাইনাল খেলায় স্নুকার এন্ড পুল মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হক সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধবাঁশখালী ও ফটিকছড়ি জোন ফাইনালে