সিসিএল বারকোড এইট বল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নুর উদ্দিন

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব আয়োজিত সিসিএলবারকোড বার্ষিক বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের এইট বল পুল ফাইনাল খেলা গত ২৫ নভেম্বর রাতে সম্পন্ন হয়। খেলায় ফাহাদ বিন ফারুককে ১১৫ গেমে হারিয়ে সাবেক মেম্বার ইনচার্জ নুর উদ্দিন জাবেদ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। খেলায় সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং স্টারের টানা তিন জয়, জেলা পুলিশের প্রথম
পরবর্তী নিবন্ধটেস্ট দলকে চাঙা করার চেষ্টা করছেন সাকিব