সিসিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ১০:০৮ পূর্বাহ্ণ

পোর্টল্যান্ড গ্রুপের পৃষ্ঠপোষকতায় চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল-শেলমেরিন ল্যুব্রিক্যান্টস টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট গত ২ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। এতে লাকী গ্রুপকে হারিয়ে বিএসএ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় অ্যাসটেক গ্রুপ,এশিয়ান এস আর হোটেল, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, নাইট রাইডার ও ফ্রেন্ডস গ্রুপ।

রাতে সিসিএল স্পোর্টস গ্রাউন্ডে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠপোষক পোর্টল্যান্ড গ্রুপের এমডি মোহাম্মদ মিজানুর রহমান মজুমদার। চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান নাদের খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিসিএল চেয়ারম্যানদ্বয় ইঞ্জিনিয়ার আলী আহমদ এবং মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ জাবেদ হাশেম (নান্নু)।

এছাড়া উপস্থিত ছিলেন সিসিএল নির্বাহী কমিটি মেম্বার ডা. ফাহিম হাসান রেজা, মো. আজিজুল হাকীম, মাহাবুবুল কবির খান (শান্তুনু), সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু), সৈয়দ আরশাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাবেক মেম্বার ইনচার্জ সুলতানুল আবেদীন চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধইন্টার ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধবান্দরবানে সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা