সিসিএল স্নুকার এন্ড পুল উইন্টার ফেস্ট ২০২৪ এর পুল ফাইনাল খেলা গত ৩১ জানুয়ারি সম্পন্ন হয়। খেলায় সাবেক মেম্বার ইনচার্জ নুর উদ্দিন জাবেদকে ১১–৪ ফ্রেমের ব্যবধানে হারিয়ে শাহবাজ মুন্তাসির চৌধুরী চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। সিসিএল কার্য নির্বাহী সদস্য ও সু্নকার বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ শাহ আকরাম সহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য এ সময় উপস্থিত ছিলেন।