দক্ষিণ চট্টগ্রাম টি–২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষ্যে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির (সিসিএ) নতুন জার্সি উন্মোচন করেছেন স্পন্সর ও সিসিএ সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিসিএ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সাইফুল্যাহ্ মানসুর। প্রধান নির্বাহী সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএ কোচ মো. ফয়েজউল্লাহ্ সুমন।