চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত দুইদিনব্যাপী সিসিএ ৫ম বর্ষপূর্তি ও আন্তর্জাতিক স্ট্যাডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট গত ১৮ জানুয়ারি সম্পন্ন হয়েছে। ৬ষ্ঠ রাউন্ড শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম চেস্ একাডেমির প্রতিষ্ঠতা পরিচালক রাকিব–উল–ইসলাম সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফিদে জোন ৩.২ প্রেসিডেন্ট ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামিম। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর ক্রীড়া সংগঠক সাইফুল আলম খাঁন, উইলো ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নাসিমা পারভীন। বক্তব্য রাখেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক, ফিদে মাস্টার মাহফুজুর রহমান ইমন, ফিদে আরবিটার এস এম তারেক, চট্টগ্রাম চেস একাডেমির পরিচালক মো. নুরুল আমিন, এম এম সফিয়ান আশরাফ, তৌহিদুল করিম, সিটিজি প্রপাটির পরিচালক সোয়েব হোসেন উজ্জল, মো. মনির হোসেন প্রমুখ। ৮০জন রেটেড দাবাড়ুসহ দেশ–বিদেশের মোট ১২৬ দাবাড়ু অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৬ষ্ঠ রাউন্ড শেষে ৪জন ৫.৫ সমান পয়েন্ট হওয়ায় টাইব্রেকিংয়ে ফিদে মাস্টার আব্দুল মালেক চ্যাম্পিয়ন, মুজিবুর রহমান ১ম রানার আপ এবং ফিদে মাস্টার মাহফুজুর রহমান ইমন ও দিব্য দাশ গুপ্ত যৌথভাবে ২য় রানার–আপ হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়াও ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে আতাউর রহমান ৫ম, মো. রবিউল হোসেন ৬ষ্ঠ, দীপংকর চাকমা ৭ম, সিএম মো, আবু হানিফ ৮ম এবং ৪.৫ পয়েন্ট পেয়ে মো. সুলতান ৯ম স্থান লাভ করে। ক্যাটাগরি পুরস্কারে অনূর্ধ্ব ২০(বালক) মো. সাকের উল্লাহ, অনূর্ধ্ব ২০(বালক) বালিকা তাসপিয়া প্রিমা, অনূর্ধ্ব ১৪ (বালক) সফিউল মুসানামিন, অনূর্ধ্ব ১৪ (বালিকা) জাউদাদ রহমান রোজা, অনূর্ধ্ব ১০ নাজিফ নিয়াজ, অনূর্ধ্ব ৮ আহমেদ আফরাজ আরসান, সেরা ননরেটেড সোহানুর রহমান, অনূর্ধ্ব ৫০ এম করিম সাহিন এবং সেরা সিসিএ জাজবির নুর জারিফ পুরস্কার লাভ করেন। টুর্নামেন্ট পরিচালনায় চিফ আরবিটার হিসাবে ফিদে আরবিটার প্রকৌ. এস এম তারেক, ডেপুটি চিফ আরবিটার মো. নুরুল আমিন দায়িত্ব পালন করেন।