সিসিএ বিজয় দিবস রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দাবা একাডেমির ক্যাম্পাসে সারা দিনব্যাপি বিজয় দিবস আন্তর্জাতিক রেপিড রেটিং অনূর্ধ্ব ১৭ দাবা টুর্নামেন্ট গত ২৫ ডিসেম্বর সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে মো. শাকের উল্লাহ চ্যাম্পিয়ন এবং তুসিন তালুকদার রানার আপ এবং অন্নয় দাশ ২য় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সিজেকেএস দাবা কমিটির সম্পাদক ও চট্টগ্রাম দাবা একাডেমির পরিচালক মহিলা ফিদে মাস্টার তনিমা পারভিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দাবা একাডেমির পরিচালক মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম। বিশেষ অতিথি ছিলেন উইলো ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এম এম সুফিয়ান আশরাফ।

বক্তব্য রাখেন দাবা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবউলইসলাম সাচ্চু, সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক ও ফিদে আরবিটর প্রকৌ: এস এম তারেক,দাবা একাডেমির চীফ কোঅর্ডিনেটর সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ আব্দুল আহাদ,দাবা একাডেমির পরিচালক তৌহিদুল করিম, উইলো ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ নাসিমা পারভিন। টুর্নামেন্টে মোট ৬৫ জন খেলোয়াড় অংশগ্রহন করেন। তার মধ্যে ১৩জন খেলোয়াড়কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার হিসাবে নগদ অর্থ ও ট্রফি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশাহজাহান সংঘ ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর জয়লাভ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ যুব গেমসে ৪২৯ স্বর্ণের জন্য লড়বেন ৬০ হাজার ক্রীড়াবিদ