চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ) আয়োজিত সিসিএ সেক্রেটারি কাপ অনূর্ধ্ব-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে সিসিএ টাইগার্স ও সিসিএ চ্যালেঞ্জার্স। গতকাল সিজেকেএস অনুশীলন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ গ্রুপ লিগ ম্যাচে সিসিএ টাইগার্স ৫৬ রানে সিসিএ ওয়ারিয়র্সকে পরাজিত করে। ৪৫ রান এবং ৫ উইকেট নেওয়া সাহেদ এর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সাবেক কৃতি ক্রিকেটার পরমাণু ভট্টাচার্য।
দিনের অপর ম্যাচে সিসিএ চ্যালেঞ্জার্স ২০ রানে সিসিএ ডায়মন্ডকে পরাজিত করে। বিজয়ী দলের আইমানের (৬৪ রান) হাতে ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্ট তুলে দেন ব্যবসায়ী মোহাম্মদ জসিম। পাঁচ দলের এ টুর্নামেন্টে তিনটি করে ম্যাচ জেতায় উভয় দল ফাইনালের টিকেট লাভ করেছে। আগামী সপ্তায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।