সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে চট্টগ্রাম ওয়াসা সিবিএর উদ্যোগে গত শনিবার জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, চাল, চিড়া, গুড়, মোমবাতি, গ্যাসলাইট, স্যালাইনসহ ওষুধ বিতরণ করা হয়। উল্লেখ্য, উক্ত ত্রাণ সামগ্রী চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম ফজলুল্লাহ সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, মো. রুহুল আমিন, খোরশেদ আলম, এসকান্দর মিয়া, রেজোয়ান হোসেন প্রমুখ।
কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব : সিলেটের বিভিন্ন বন্যা দুর্গত এলাকার ৭০০ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য হাসান মুরাদ বিপ্লব। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, চাল, ডাল, বিস্কুট, মিনারেল ওয়াটার, মোমবাতি, দিয়াশলাই, ওয়ারস্যালাইন, গুড়, পানি বিশুদ্ধকরণ ওষুধ, সেনিটারি প্যাড, জামা-কাপড় সহ নানা উপকরণ।
সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা আব্দুল লতিফ রিপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মঞ্জুর মোর্শেদ অসীম, নগর যুবলীগ নেতা মো. সাফুদ্দিন, তাজউদ্দিন রিজভী, জাহাঙ্গীর আলম, আব্দুল আজিজ, তারাপদ ইমন, আব্দুল মতিন, সামিউল হাসান রুমন, শফিউল আলম জনি, শায়েস্তা মিয়া, আবুল হোসেন, গিয়াস উদ্দিন, ফারুক মিয়া, মো. সালাউদ্দিন, তানভীর আহমেদ সৌরভ, সৈকত, আবুল হাসনাত ইফতি।
বোয়ালখালী পৌরসভা : চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের নির্দেশে সিলেটের সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে বোয়ালখালী পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ জুন (শুক্রবার) সিলেটের স্থানীয় প্রশাসনের মাধ্যমে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
এ সময় বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, হাজি মো. নাছের আলী, মো. পারভেজ, পৌরসভার উপ-সহ প্রকৌশলী কামরুজ্জামান, হিসাব রক্ষক মো. মজিবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পৌরমেয়র জহুর বলেন, মানুষ মানুষের জন্য তাই আমরা সিলেটের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ছুটে এসেছি। আমার বিশ্বাস এভাবে সকল দূর্যোগে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ালে সকল বিপদে আমরা অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফুটাতে পারবো।
বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি : বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী সিলেট – সুনামগঞ্জসহ বন্যা কবলিত বিভিন্ন অঞ্চলে ৭ শতাধিক পরিবারে ত্রাণ বিতরন করা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাজিম উদ্দিন এ্যানেলসহ অন্যান্যরা। দ্বিতীয় দিনে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয় হযরত শাহজালাল (রা.) মাজার প্রাঙ্গন থেকে। কর্মসূচি শেষ হয় সুনামগঞ্জের বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় বানভাসিদের জন্য ১০ দিনের খাবার বিতরণের মধ্যদিয়ে। প্রেস বিজ্ঞপ্তি।