মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিলেটে পানিবন্দি মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডা. শাহাদাত।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ডা. শাহাদাত হোসেনের সৌদি আরব যাত্রা উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে গতকাল বাদে জুমা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ডা. শাহাদাত আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেটে বন্যার প্রথম দিন থেকে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ দেশের সব বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করছেন। প্রতিদিন বিএনপির নেতাকর্মীরা প্রত্যন্ত জায়গায় খাদ্য সামগ্রী নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকেও বন্যা দুর্গতদের সহায়তার জন্য একটি ঠিম গঠন করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের থেকে নগদ টাকা, পরনের পোশাক ও খাদ্য সহায়তা নিয়ে সিলেটে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। বর্তমান জনবিচ্ছিন্ন সরকার স্মরণকালের ভয়াবহ বন্যায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই তিনি সিলেটে পানিবন্দি মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আর ইউ চৌধুরী শাহীন, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, জাকির হোসেন, জসিম উদ্দিন জিয়া, নুর হোসাইন, হাবিবুর রহমান, মাহবুবুল হক, ইসহাক চৌধুরী আলিম, এম আই চৌধুরী মামুন, গাজী আইয়ুব আলী, ডা. এস এম সারোয়ার আলম, মো. আলী, ইব্রাহিম বাচ্ছু, একেএম পেয়ারু, আবদুল হালিম স্বপন, সালাউদ্দীন কায়সার লাভু, ইদ্রিস আলী, মো. শাহজান, আলমগীর নুর, আলী আজম চৌধুরী, ইউসুফ সিকদার, বেলায়েত হোসেন বুলু, জিয়াউর রহমান জিয়া, এম এ মুছা বাবলু, মনিরুজ্জামান টিটু, মনিরুজ্জামান মুরাদ, নুরুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।