সিলেটে বন্যার্তদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

নুর আয়েশা খাঁন ফাউন্ডেশন : সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পেকুয়ার অন্যতম মানবিক সংগঠন নূর আয়েশা খাঁন ফাউন্ডেশন। গত ২৩ জুন পেকুয়া থেকে গাড়ি বহরে ত্রাণ সামগ্রী নিয়ে সিলেটে বন্যাদুর্গত এলাকা কানাইঘাটের বাঁশবাড়ি, ফাগু, ঝিংগারখাল ও কটালপুরের প্রায় ৫শ পরিবারের ২ হাজার সদস্যের মাঝে খাবার ও ওষুধপত্র প্রদান করে সংগঠনটি।

ফাউন্ডেশনের উপদেষ্টা চবি শিক্ষক সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন চবি কম্পিউটার সাইয়েন্স বিভাগের শিক্ষক রেজাউল করিম, ডেন্টিস্ট শফিকুল ইসলাম, আইটি বিশেষজ্ঞ মোহাম্মদ ফোরকান, সংগঠক শোয়াইব প্রমুখ। স্থানীয়ভাবে টিমকে সহযোগিতা প্রদান করে স্বেচ্ছাসেবী আবু বকর সিদ্দিক।

এসো মানুষের জন্য কিছু করি : আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং চবি শিক্ষক রেজাউল করিমের উদ্যোগে মানবিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’ এর সহযোগিতায় সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ প্রদান করা হয়েছে। গত ২৬ জুন সিলেটের কানাইঘাট উপজেলায় এবং ২৭ জুন সুনামগঞ্জ জেলার কালীপুর এলাকার বিভিন্ন জায়গায় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এসময় রেজাউল করিম বলেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে। সরকার বা বিরোধী দল যেখানেই থাকুক না কেন আমাদের দলের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য কাজ করছে।

সচেতন তরুণ প্রজন্ম : সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে গতকাল চট্টগ্রামের তরুণদের প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম সচেতন তরুণ প্রজন্মের উদ্যোগে ভালোবাসার উপহার হিসাবে ত্রাণ বিতরণ করা হয়। সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়ক মো. মাহমুদুর রহমান শাওনের নেতৃত্বে ১০ সদস্যদের একটি স্বেচ্ছাসেবী টিম এতে অংশগ্রহণ করে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কামারকান্দি, পূর্ব তেলিগাঁও, পশ্চিম তেলিগাঁও, জামালপুর, লাকসা, লালঘাট ও বড়ছড়ার প্রত্যন্ত এলাকার ঘরে ঘরে গিয়ে ভালোবাসার উপহার বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী টিমে ছিলেন সংগঠনের যুগ্ম সমন্বয়ক জাহিদ তানসির, চাঁদের হাটের সভাপতি ইফতেখার উদ্দিন জাবেদ, হেলথ বিডি ফাউন্ডেশনের খন্দকার হালিম, স্বেচ্ছাসেবী সাইফুল ইসলাম, বোরহান শান্ত, ইমরান জয়, ফয়জুল্লাহ রাজু ও ইমরান হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধললিত কুমার দত্ত নিজ কর্মগুণে স্মরণীয় হয়ে থাকবেন
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশনের মতবিনিময়